তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মহান মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে গেঞ্জি উপহার দেয়া হয়েছে। গতকাল(১মে)সোমবার দুপুরে তানোর থানার মোড়ে ও মুন্ডুমালা পৌর এলাকার বিভিন্ন মোড়ে অটো চালক ও ভ্যান চালক এবং সিএনজি চালকসহ ইমারত শ্রমিকদের মাঝে এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে এসব উপহারের গেঞ্জি তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন। এসময় আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার। মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন আমিন,কাউন্সিলর নাহিদ হাসান,সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply