ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ময়ামারী গ্রামের দরিদ্র কৃষক এত্তাজ আলীর জমির ধান কেটে দিয়েছেন ভোলাহাট উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ৬ মে শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী জাগলবাড়ী বিলের ২ বিঘা জমির ধান কেটে দেন।
এসময় উপস্থিত ছিলেন,
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা,গোহালবাড়ি ইউনিয়ন শাখা ছাত্রলীগ সহসভাপতি মোঃ নয়ন আলী লায়েক,ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ আমানুল্লাহ আমান,ভোলাহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি,নুর নবী চাঁদ বকুল,ভোলাহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি মোঃ মামুনুর রশিদ,ভোলাহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ আলিসহ ভোলাহাট উপজেলা শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলী সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব বলেন, ‘যেকোন প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের ধান কেটে দিচ্ছি। আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে ছাত্রলীগ।’
তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের প্রকোপে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। এবার বোরো ধান কেটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও ছাত্রলীগ মানুষের সেবার জন্য কাজ করবে।’
এসময় কৃষক এত্তাজ আলী বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা রোদের মধ্যেও আমার ২ বিঘা ধান কেটে সহযোগিতা করছেন। এজন্য ছাত্রলীগ ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Leave a Reply