সিরাজগঞ্জের কাজিপুরে ধান কাটা মেশিনের তামশা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলো বায়েজিদ মিয়া ১০ বছরের এক ছেলে, এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া বয়ছে,
রবিবার বিকেলে উপজেলা হাটশিরা গ্রামে ধান কাটার জন্য সোনামুখী গ্রামের মেসার্স মাহিয়া এন্টারপ্রাইজের চায়না প্রযুক্তির ধানকাটা হার্ভেস্টার মেশিন ভাড়া করেন হাটশিরা গ্রামের আজাহার আলীর ছেলে রনজু মিয়া, ধানকাটা মেশিন ড্রাইভিং করেন সোনামুখী গ্রামের বিলাত মিয়ার ছেলে মজনু মিয়া,ধানকাটার একপর্যায়ে হার্ভেস্টার মেশিন পিছনের দেওয়ার সময়, ধান কাটার তামশা দেখতে আসা মৃত ওসমান গুনির ছেলে বায়েজিদ মিয়া মেশিনের নিচে পরে, তাত্ক্ষণিক মেশিনের নিচ থেকে বায়েজিদ কে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,
এবিষয়ে বায়েজিদ মিয়ার চাচা মসলিম উদ্দিন জানান আমি জমিতে গিয়ে দেখি আমার ভাতিজা ধানকাটা মেশিনের নিচে পরে আছে, মেশিনের নিচ থেকে বের করে দেখি বায়েজিদ মরে গেছে,
হার্ভেস্টার মেশিনের চালক মজনু মিয়া বলেন ধান কাটার সময় বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, আমি মেশিন পিছনে দেওয়ার পর দেখি মেশিনের নিচে একটা বাচ্চা পরেছে, আমি ইচ্ছে করে এই একসিডেন্ট করি নাই।
Leave a Reply