বাংলাদেশ তাঁতী লীগ চারঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সভা ও পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত এবং আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের পর গতকাল সোমবার (১৫ মে) সকালে নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিজুল হক (সোহাগ) সহ সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে চারঘাট উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রথমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম এবং সবশেষ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ একরামুল হকের সাথে সৌজন্য সাক্ষাত ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের।
আলোচনায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে মজবুদ ও শক্তিশালী করতে হবে। খেয়াল রাখতে হবে কোন কুচক্রি মহল আর যেন দলের কোন ক্ষতি করতে না পারে।
Leave a Reply