কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ প্রবীণ ভবণে সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের উপস্থিতিতে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়। এতে পুণরায় সভাপতি নির্বাচিত হন প্রবীণ শিক্ষক খন্দকার খায়রুল আনাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক সংবাদ ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির সূর্য।
অনুষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের কর্তব্য শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ড. বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনে সমসুযোগ সৃষ্টি করতে হবে। যাতে প্রত্যেকেরই জয়ী হওয়ার সম্ভবনা থাকে। সেই রকম অবস্থা সৃষ্টি করার জন্য আমি নির্বাচন কমিশনকে, সরকারকে, সবাইকে অনুরোধ করবো। সবাই অংশগ্রহন করলে হবে না, প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ সৃষ্টি করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা সরকার, প্রশাসন, আইন শৃংখলা বাহিনীর দায়িত্ব। আমি আশা করি তারা তাদের দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী বারবার বলেছেন সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আশা করি যে এটা বাস্তবায়ন হবে।’
মতবিনিময সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র বর্মণ, কমরেড মাহবুবার রহমান মোমিন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, জেলা প্রবীণ হিতৈশীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উন্নয়ন সংগঠক সাইদা ইয়াসমিন রুপা ও অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার। সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল কাদের, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সাজেদুল ইসলাম বাপ্পী, প্রচার সম্পাদক খন্দকার রাশেদুল আলম অপু, দপ্তর সম্পাদক সাংবাদিক জাহানুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক সন্ধ্যা চৌধুরী, সদস্য নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংস্কৃতিক কর্মী ফরিদা ইয়াসমিন বেবী, উন্নয়নকর্মী নুরুল হাবীব পাভেল, অ্যাডভোকেট সেলিম সেতু, সফল নারী উদ্যোক্তা জুলিয়া জুলকারনাইন, সমাজকর্মী মালুফা মোর্শেদা চৌধুরী নয়ন, শিক্ষক ও সমাজকর্মী অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, প্রভাষক গোলাম হক্কানী শামীম, উন্নয়নকর্মী খাদিজা আখতার পাখি, বনলতা দাস সুমনা, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, মানবাধিকার কর্মী আব্দুল মালেক, সমাজকর্মী সাকী বালা দেব ও সমাজকর্মী নূরে আলম সিদ্দিকী।
বদিউল আলম মজুমদার বলেন, আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে। প্রধান বিরোধী দল বলছে তারা নির্বাচনে যাবে না। সরকারও বলছে যেতারাও কোন সমঝোতা করতে যাবে না। এখানে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আমি আশা করছি সবারই শুভ বুদ্ধির উদয় হবে।
Leave a Reply