হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট নিমতলা বাজারে অবস্থিত অজিত সাহা স্টোর কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার ১৫ই মে ২০২৩ চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কার্যালয়ে দীর্ঘ শুনানি অন্তে দোষী সাব্যস্ত করে ২০০০ টাকা জরিমানা করেন জেলা সহকারি পরিচালক (অ:দা:) মো: মাসুম আলী । জানা যায়, দীর্ঘদিন যাবত ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয় করে আসছিল অজিত সাহা স্টোর । তারই ধারাবাহিকতায় গত কয়েক মাস আগে শাহীন শওকত নামীয় একজন ক্রেতা সিগারেট ক্রয় করতে গেলে চড়া দাম নেয় অজিত সাহা’র প্রোপ্রাইটর অজিত সাহা ও তার ছেলে স্বরুপ সাহা । খুচরা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ার কারন জানতে চাইলে ক্রেতার সাথে কথা কাটাকাটি শুরু হয় । এরই মধ্যে স্থানীয় ভুক্তভোগী আরো অনেক ক্রেতা এসে একই অভিযোগ করেন অত্র দোকানের বিরুদ্ধে । এসময় দীর্ঘদিন যাবত খুচরা ও পাইকারি ক্রেতাদের নিকট অতিরিক্ত মূল্যে এই পন্য বিক্রয় করে আসছে বলে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ক্রেতারা । এই ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে দুই দিনের উভয় পক্ষের শুনানি শেষে দোষ স্বীকার করে অভিযুক্ত দোকানি স্বরুপ সাহা । তারই প্রেক্ষিতে সোমবার এই জরিমানা আরোপ ও আদায় করে অজিত সাহা স্টোরকে সতর্ক করা হয় ।
Leave a Reply