কুড়িগ্রাম প্রতিনিধি :
সারা দেশে বিএনপি জামাত জোটের সন্ত্রাশ নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে কুড়িগ্রামের জিরোপয়েন্ট এলাকায় দলীয় অফিস চত্বরে এ সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ । জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু , সহ-সভাপতি শেখ বাবুল, সাঈদ হাসান লোবান , পৌর মেয়র কাজিউল ইসলাম , যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান , ফজলে নুর তানু,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রাসেদুজামান বাবু, মোস্তাফিজার রহমান সাজু, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম মওদুদ সুজন,আতাউর রহমান বিপ্লব, , জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ ।
বক্তারা বলেন আগামী নির্বাচন নশ্যাত করতে দেশব্যাপী বিএনপি জামাত নাশকতার চেষ্টা করছে । তাদের সকল চক্রান্ত রুখে দিতে দলীয় নেতা কর্মীদের ঐক্য বদ্ধ ভাবে রাজপথে থাকার আহ্বান জানান ।
Leave a Reply