ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ মে সকাল ১০ টায় ভূমি অফিস চত্বরে ফিতা কেটে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম সাংবাদিক আমজাদ হোসেন, একে নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি অফিসার নাজির মেহেদী হাসান জানান, ভূমি সেবা এখন সম্পুর্ণ ডিজিটালাইড, আগামী ৭দিন ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে অনলাইনে ভূমি উন্নয়ন কর, জলমহাল ইজারা, মৌজা ম্যাপ, ই-নামজারী, ঘরে বসে খতিয়ান সরবরাহ, ই-রেজিষ্ট্রেশনসেবা সহ ৩৩৩ সেবা সার্ভিস ও ১৬১২২ নম্বর কল দিয়ে নাগরিক সেবা এখন হাতের মুঠোয় যা, চলতি সেবা সপ্তাহে বিশেষভাবে প্রদান করা হবে এবং এটি চলমান থাকবে।
Leave a Reply