তানোর প্রতিনিধি: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” স্লোগান কে সামনে রেখে তানোরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (২২মে) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। এ-উপলক্ষ্যে একটি আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্জয় কুমার মহান্তের সভাপতিত্বে ও তানোর উপজেলা এসিল্যান্ড আদিবা সিফাতের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, তানোর থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রভাষক মুনসেফ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply