মশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকা উপজেলার সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ জনসাধারণের ব্যাংকিং কার্যক্রম সহজ করতে এটিএম বুথ চালু করেছেন
সোনালী ব্যাংক, জলঢাকা শাখা, নীলফামারী।
মঙ্গলবার সকালে জলঢাকা শাখা কার্যালয়ে এ বুথ উদ্বোধন করা হয়। বুথটি উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিঃ, জেনারেল’স অফিস রংপুর এর জেনারেল ম্যানেজার, মোঃ রশিদুল ইসলাম।
এ সময় জলঢাকা শাখা, নীলফামারী ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মোঃ আব্দুল্লাহিল বাকি’র সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে
উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ নীলফামারী প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যনেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী ও রংপুর জেনারেল’স ম্যানেজার অফিস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আতাহারুল ইসলাম।
সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানান, সারাদেশের ন্যায় আমাদের জলঢাকায় এটিএম বুথ স্থাপন করেছে সোনালী ব্যাংক লিঃ। এতে আমাদের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ জনসাধারণের ব্যাংকিং কার্যক্রম সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওই ভবনের মালিক ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন। শাখা কর্মকর্তা আব্দুল মোতালেব, তহমিদার রহমার, আশফাকুর রহমান চৌধুরী, মশিউর রহমান ও এটিএম বুথ ইনচার্জ একরামুল ইসলাম মানিক প্রমুখ।
Leave a Reply