সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ঘাটপার এলাকার নছিমুদ্দিনের পুত্র আসাদুল হক (৫০) এবং ফয়েজ উদ্দিনের পুত্র ফজলুল হক (৩২)। বৃহস্পতিবার (২৫ মে) গ্রেফতারকৃতদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারী মৌজার আবুবক্কর সিদ্দিকের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় আসাদুলের হেফাজতে থাকা ৬ গ্রাম ও ফজলুল হকের নিকট থেকে ৪ গ্রাম সহ মোট ১০ গ্রাম মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে এবং আরও জোরদার করা হবে।
Leave a Reply