শফিকুল ইসলাম, গোমস্তাপুর:গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে এক চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম।
উল্লেখ্য, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৩০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা হারে প্রদান করা হয়।
Leave a Reply