সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাঁশরাজবাড়ী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ২৫ মে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল হক জানান, ৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত সকল কেন্দ্রে শান্তিপূর্নভাবে গ্রহণ হয়েছে। নির্বাচনে ঢোল মার্কা প্রতীক সাইফুল ইসলাম ১৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রার্থী জয়নাল আবেদীন অটোরিক্সা প্রতীক পেয়েছেন ১০৪৮ ভোট। ইউনিয়নটিতে ৮৭০১ জন ভোটারের মধ্যে ৭৫ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য চলতি বছর ৯ ফেব্রুয়ারি ইউ পি চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুর কারণে খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়, পরে আজ ২৫ মে চেয়ারম্যান পদের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
Leave a Reply