মোসাঃতাজরিন খান,
স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধুর মঞ্চে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব সাকিনা খাতুন পারুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম,জেলা আওয়ামীলীগের সদস্য শহিদুল হুদা অলক,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাকিনা খাতুন পারুল ও যুগ্ম সম্পাদক শামসুল নাহার,বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল,জেলা আওয়ামীলীগ, যগ্মলীগ,ছাত্রলীগ এর সদস্যবৃন্দরা,মান্যগণ্য ব্যক্তিবর্গগণ সহ সাধারণ জনগণ।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি সমাবেশ র্যালি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে বঙ্গবন্ধুর মঞ্চে এসে তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে শান্তি সমাবেশ সভা সমাপ্তি হয়।
Leave a Reply