শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর মহিলা কলেজের একাদশ ও স্নাতক ১ম বর্ষের ছাত্রীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭মে) সকালে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ও সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন। বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদ সদস্য মজিবুর রহমান, সহকারী অধ্যাপক সুলতানা নার্গিস ও ছাত্রী ইশরাত জাহান।
অনুষ্ঠান উপস্থাপনায় উপাধ্যক্ষ আসলাম হোসেন ও ছাত্রী ফারিয়া তাসনীম।
উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, পরিচালনা পর্ষদ সদস্যগণ সহ অন্যরা। সভাপতির অনুপস্থিতিতে তার অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করেন অধ্যক্ষ আজিজুর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে অত্র কলেজ সভাপতি সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস অনুষ্ঠানে যান ও সমাপনী বক্তব্য রাখেন।
Leave a Reply