ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে গরুর নাইন্দ(পানির পাত্র) থেকে ৩৬ দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (২৭ মে) বিকাল আনুমানিক ৫.৩০ মিনিটে উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়ন এলাকার বসন্তকেদার বকপাড়া (মধ্যপাড়া) গ্রামে এমন ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানাযায়, ঐ শিশুটির নাম আয়শা আক্তার, পিতা – আলামিন হোসেন, পরে আলামিনের সাথে কথা বললে তিনি জানান, আমার বাড়িতে স্ত্রী ও শিশুটি ছাড়া আর কেউ ছিলনা। এই ঘটনার পরে আমাকে জানালে আমি তৎক্ষনাৎ বাড়ি চলে আসি এবং এসে দেখি আমার কন্যা সন্তান মারা গেছে। পরে বাচ্চার মা তানিয়ার সাথে কথা বললে জানা যায় ঘটনার বিবরণ, বিকাল আনুমানিক ৫.৩০ থেকে পৌনে ছয়টার দিকে নিজ শয়নকক্ষে শিশুটিকে ঘুমিয়ে রেখে বাথরুমে যায়। বাথরুম থেকে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যায়। এরপর পাশের বাড়ির রোজিনা’র বাকচিৎকারে দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং দেখে তার কন্যা সন্তানটি মারা গেছে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী সুমনের স্ত্রী রোজিনা বলছে, আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে। আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তানিয়াকে ডাকতে এসে দেখি গরুর পানি খাওয়ার নাইন্দের(পানিরপাত্র) এর মধ্যে বাচ্চাটি ভাঁসছে। আমি সাথে সাথে জোরে জোরে চিৎকার দিলে সবাই ছুটে আসে এবং বাচ্চাটিকে সেখা থেকে উদ্ধার করে।
এবিষয়ে মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নের বিট অফিসার দেবাশীস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশেপাশের সবাইকে জিজ্ঞেসাবাদ করছি। ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ জানান, খবর পেয়ে বাচ্চাটি মরদেহ উদ্ধার করা হয়। আশেপাশের সকল লোকজনকে জিজ্ঞেসাবাদ করছি। এখনও মামলার কাজ শেষ হয়নি তবে এটি একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply