নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেন ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের চামুসা বিওপির সদস্যরা। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি’র অধিনায়ক বলেন, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে চামুসা বিওপির দায়িত্বপূর্র্ণ এলাকা দিয়ে কিছু চোরাকারবারি ভারত হতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অবস্থান নেয়। একপর্যায়ে এক চোরাকারবারি ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এসময় সে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
Leave a Reply