মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বুধবার সকালে তিনি কবিরাজহাট কলেজ, কবিরাজহাট হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা সহ গ্রামগুলি পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্তদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্তদের সবাইকেই সহযোগিতা করা হবে, কেউ বাদ পড়বেন না। আপনারা মনোবল হারাবেন না। ঝড়ে ক্ষতির কথা জানার পরই আমি আপনাদের খোঁজ নিতে ছুটে এসেছি। সহযোগিতা দেওয়ার জন্য যা যা করার দরকার সেসব ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব দ্রুত সরকারি সহযোগিতা আপনাদের কাছে পৌঁছানো হবে। এসময় ভোগনগর ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু ও ইউপি সদস্য সাব্বির হাসান রয়েল উপস্থিত ছিলেন। উল্লেখ যে, বুধবার দিবাগত রাতে ভোগনগর ইউনিয়নে আকস্মিক ঝড়ে বাড়িঘর সহ একটি কলেজ ও মাদ্রাসা বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
Leave a Reply