নিজস্ব প্রতিবেদক : জার্মানের রাজধানী বার্লিনে সাঁতারে স্বর্ণ জয় করে ওয়াকিয়া ২৯ জুন এসেছেন নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বীরশ্বরপুরে। স্বর্ণপদ জয়ী স্বর্ণকন্যাকে ভোলাহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
আজ ২ জুলাই রবিবার উপজেলার পরিষদ চত্বরে ইউএনও’র খাস কামরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম নিজ হাতে স্বর্নজয়ী ওয়াকিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে হিস উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাসিমুল ইসলাম,জেলা আ’লীগের সহসভাপতি মোঃ আব্দুল খালেক, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক দিলারা খাতুনসহ অন্যান্য ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিশেষ অলিম্পিকে স্বর্ণপদক জয়ী স্বর্ণকন্যা ওয়াকিয়াকে সম্মাননা জানাতে পেরে গর্ববোধ করছি । তিনি আরোও বলেন, ওয়াকিয়া শুধু আমাদের ভোলাহাটের গর্ব নয়, সে সারা বাংলাদেশের গর্ব। আমাদের ওয়াকিয়া বিদেশের মাটিতে লালসবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছে।
Leave a Reply