নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একজন প্রেমিকাকে নিয়ে দু’জন প্রেমিকের মারামারির গুরুত্বর আহত। অপর প্রেমিককে স্থানীয়রা আটক করে থানায় সোর্পদ। ঘটনাটি ঘটেছে ২ জুলাই রবিবার বিকেল ৪ টার দিকে চরধরমপুর বিন্দুপাড়া আমবাগানে। দুই প্রেমিক এক প্রেমিকাকে নিয়ে কথাকাটি করতে গিয়ে মারামারিতে জড়িয়ে পরে। একপর্যায়ে মো: রবিউল ইসলাম অপর প্রেমিক মো: হেলালের (১৯) পেটে ছুরি দিয়ে আঘাত করলে ভুড়ি বের হয়ে যায়।
দুই প্রেমিক উপজেলার চরধরমপুর গ্রামের মিস্ত্রিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে মো: হেলাল ও মো: আইজুল ইসলামের ছেলে মো: রবিউল ইসলাম। তাঁরা সর্ম্পকে আপন চাচাতো ভাই।
সরজমিনে গিয়ে জানাযায়, এক বছর পূর্বে দুইজন রাজমিস্ত্রির কাজে সিরাজগঞ্জ গেলে এক মেয়ের সাথে পরিচয় হয়। দুইজনই ঐ মেয়ের সাথে ফোনে কথা বললে প্রেমের সম্পর্কে জরিয়ে পরে। প্রেমিকা দুইজনের সাথে মোবাইলে পৃথক পৃথক ভাবে কথা বলে। বিষয়টি দুই প্রেমিকের মধ্যে জানাজানি হলে মারামারিতে জড়িয়ে পরে। এসময় মোঃ রবিউল ইসলাম মো: হেলালের পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
পরে স্থানীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মোসা: ফারজানা আলম পান্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
এব্যাপারে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা জানান, অভিযুক্ত মো: রবিউলকে স্থানীয়রা আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রুহন করা হবে।
Leave a Reply