সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে ডেইরি ও এগ্রো ফার্ম এর পাশাপাশি লবনাক্ত জমি ও আবহাওয়ায় সৌদি খেজুরের চাষ করে সাড়া ফেলেছেন এক আইনজীবি। আইন পেশার পাশাপাশি নিজস্ব প্রায় ত্রিশ বিঘা জমির উপর মৎস্য,ডেইরি সহ বিভিন্ন প্রজাতির ফল চাষের পাশাপাশি সৌদি খেজুরের চাষ করে শখ পূরন ছাড়াও একটা ভালো আয়ের উৎস তৈরি করেছেন তিনি।
বাগেরহাটের রামপাল উপজেলার সন্যাসী এলাকায় ত্রিশ বিঘা জমিতে বৈরি ও লবনাক্ত পরিবেশে বাগদা ও গলদা মৎস্য ঘের করে যখন ক্রমান্বয়ে লোকসানের সন্মুখীন হয়ে উঠছিলেন আইনজীবি দিহিদার জাকির হোসেন তখন হটাৎ করে এই জমিতে পুকুর খনন করে সাদা মাছ,পুকুর পাড়ে নারকেল,সুপারি গাছ,বিভিন্ন ফলজ গাছ রোপন এবং ডেইরি ফার্ম গড়ে তোলার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সৌদি খেজুরের বাগানের সফলতা দেখে পরীক্ষামূলক ভাবে লবনাক্ত পানি ও বৈরি আবহাওয়ায় খেজুরের বাগান করার পরিকল্পনা করেন এবং ২০২০ সালে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে উচ্চমূল্যে চারা এনে সেচ এর মাধ্যমে পানি দিয়ে গাছগুলিকে বাঁচিয়ে তোলেন। বর্তমানে তার বাগানে আজওয়া,মরিয়ম,আম্বার,সুকার সহ পাঁচ প্রজাতির খেজুরের ব্যাপক ফলন দেখা দিয়েছে। প্রায় পাঁচ শতাধিক গাছের মধ্যে এই বছর একশত গাছে ফলন এসেছে প্রতি গাছে কমপক্ষে এক থেকে দেড়মণ এর ও বেশী খেজুর ফলেছে। আইন পেশায় ব্যস্ত থাকার কারনে সপ্তাহে দুইদিন তিনি এখানে সময় দিয়ে থাকেন।প্রতিদিন চারজন শ্রমিক এই ফার্মের দেখাশোনার পাশাপাশি সব কাজ করেন। বাগেরহাটের কৃষি সম্প্রসারন অধিদপ্তর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব ধরনের সহায়তা করে আসছে বলেও জানান এই সফল খামারী। বর্তমানে প্রতি কেজি খেজুর ১০০০ টাকা করে বিক্রয় করছেন তিনি। আগামী বছর আরও শতাধিক গাছে ফল আসার পাশাপাশি চার শতাধিক চারা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী এই খামারী।প্রতিদিন দুরদুরান্ত থেকে এই খেজুর বাগান দেখতে ছুটে আসছেন অনেকে।
খামার মালিকের দাবী সরকারী পৃষ্ঠপোষকতায় খেজুর ড্রায়ার মেশিন সরবরাহ করলে এটি ব্যাপকভাবে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব।
এদিকে কৃষি বিভাগ বলছে দেশে লবনাক্ত পানি ও আবহাওয়ায় খেজুর চাষে সফলতা আমাদের লবনাক্ত এলাকার কৃষকদের মনে আশার সঞ্চার করেছে। তাই কৃষি বিভাগ এই চাষকে ব্যপক ভাবে ছড়িয়ে দিতে সকল ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছে। লবনাক্ত পানি ও আবহাওয়ায় সৌদি খেজুরের ফলন উপকূলীয় লবনাক্ত এলাকার চাষীদের জন্য একটা আশির্বাদ হয়ে দেখা দিচ্ছে পাশাপাশি দেশের সৌদি খেজুরের চাহিদা মেটাতে সক্ষম হবে বলেও আশা করা যাচ্ছে।।
সোহেল রানা বাবু
বাগেরহাট
১০/০৭/২০২৩
Leave a Reply