নিজস্ব প্রতিবেদক :সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়, এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভোলাহাট উপজেলা শাখা।
র্যালিটি ভোলাহাট কলেজ মোড় স্থানীয় মান্নান জুয়েলার্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে কলেজ মোড়স্থ মান্নান জুয়েলার্স কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতারা।
অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, কোষাধ্যক্ষ রতন কুমার চৌধরীসহ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের সদস্যরা অংশ নেন।
Leave a Reply