স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান :
যমুনা টিভির বিশিষ্ট সাংবাদিক সুন্দরবন বনদস্যু নির্মূলের অগ্রনায়ক মোহসীন উল হাকিমের আর্থিক সহায়তার খুলনার দাকোপের কালাবগী যুব ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে দাকোপের কালাবগী গ্রামে কুমিরের আক্রমনে নিহত খাইরুল ইসলামের সন্তান সম্ভাবনা বিধবা স্ত্রী মিনার নাহারকে একটি ছাগলের খামার তৈরি করে দেয়া হয়।পাশাপাশি তার প্রসবকালীন সমস্ত দায়দায়িত্ব দাকোপ উপজেলার কালাবগী যুব ফাউন্ডেশের কাঁধে তুলে নেয়া হয়েছে।, দাকোপে কালাবগী যুব ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী পরিষদ নিরলসভাবে এলাকার গরীব মেধাবী,কণ্যা দায়গ্রস্থ,দুস্থদের চিকিৎসা সেবাসহ নানাভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছ।মিনারা বেগমের ছাগরের খামার উদ্বোধন, ১২টি ছাগল বিতরণ অনুষ্টানে বক্তৃতা করেন উপদেষ্টা সাংবাদিক গাজী আবুল বাশার,মোঃআবু সাইদ,সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন মোঃহাফিজুর রহমান,আল আমিন সানা,আলমগীর হোসেন,মনিরুল ইসলাম প্রমুখ।অলাভজনক ও অরাজনৈতিক সংগঠনটি প্রতিষ্টার পর ইতোমধ্যে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।সংগঠনটির সাথে জড়িত আছে সাংবাদিক,চাকুরীজীবী, ছাএ সমাজসহ এলাকার গুনি সমাজ সচেতন মানুষেরা।দ্রুত সংগঠনটি উপজেলা পর্যায়ে কাজ করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহন করেছে।
Leave a Reply