মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে,আজ ৮ আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৮ আগস্ট বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এ মহীয়সী নারী জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় আজ সকাল ১০.০০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো. সাইফুর রহমান, পিপিএম মহোদয়-সহ’ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসন রাজশাহী’র আয়োজনে সকাল ১০.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ”সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Leave a Reply