বাগেরহাট প্রতিনিধি
“সংগ্রাম – স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডাঃ জালালউদ্দিন সহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন। সভায় বঙ্গমাতার বর্নাঢ্য জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন এবং ৪০ জন নারীকে নগদ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে বাগেরহাট জেলা আওয়ামীলীগ সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে দিনের শুভ সূচনা করেন বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply