তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগার আলীর সঞ্চালনায় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ আলী মুন্টু,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুনসেফ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply