ভোলাহাট প্রতিনিধি : ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ উপলক্ষে দলের উপজেলা শাখার আয়োজনে এক বিশাল র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কলেজ গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে বিকেল ৫টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,নারী নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ রেখা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ মিজানুর রহমান মিজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মুন্সুর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মহসিন আলীসহ অন্যরা। বক্তারা, নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথির নেতৃত্বে মেডিকেল মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে কেক কাটা হয়।
Leave a Reply