নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মিনিবার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে বাচ্চামারী ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, ডিএমএন্টারপ্রাইজ চাঁপাইনবাবগঞ্জ ফুটবল দল ও বীরেশ্বরপুর একতাই ফুটবল দল । ৩০ মিনিট করে ৬০ মিনিটের এ খেলায় ২-০ গোলে ডিএমএন্টারপ্রাইজ চাঁপাইনবাবগঞ্জ ফুটবল দল জয় লাভ করেন।
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪-চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাংসদ মোঃ জিয়াউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলেভেন স্টার ক্লাবের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সেলিম রেজা, জেলা আ’লীগের সহসভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও গোলাহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ,ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান,রফিকুল ইসলাম মাষ্টার ও মতিউর রহমান প্রমূখ।
খেলায় ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন ডিএমএন্টারপ্রাইজ চাঁপাইনবাবগঞ্জ ফুটবল দলের খেলোয়ার মোঃ জাহিদ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ।
পরে খেলোয়াড়সহ রানারআপ ও বিজয়ী দলকে ট্রফিসহ প্রাইজমানি প্রদান করেন আগত অতিথিবৃন্দ।
Leave a Reply