ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপন্তরের উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর ) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে ও পিস কনসোডিয়াম ও আসুসের নির্বাহী পরিচালক রাজ কুমার সাও এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।
বরেন্দ্র নিউজের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক জামিল হোসেন,তথ্য আপা মোসাঃ নাসরিন খাতুন, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি, মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি আনজুম আরা, মুশরিভুজা ইসলামিয়া কওমী মাদ্রাসার শিক্ষক,মাওঃ আহমাদুল্লাহ, নেকজান স্কুলের সহকারী শিক্ষক, তহসেন আলী, ইউপি সদস্য লাল মোহাম্মদ পুতুল,ইউপি সদস্য বাবু,সভায় বিভিন্ন ইউনিয়নের পিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ধারা ১৩ সুস্থ সমাজ বিনির্মাণ জাতীয় যুব নীতি ২০১৭ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
২০১৬ সালের জুলাইয়ের হোলি আটিজান বেকারিতে উগ্রবাদীদের ভয়াবহ হামলার উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এজেন্ডা হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্টি সাপোর্ট মেকানিজম এই প্রকল্পের অংশীজন।
জাতীয় যুব নীতি ২০১৭ বিষয়ে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভায় প্রেসক্লাবের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ আগামীতে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদের বাজেটে স্বল্প ভাবে যুবকদেরকে উজ্জীবিত করতে আর্থিক বরাদ্দ রাখার সুপারিশ করা হয়।
Leave a Reply