ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে মেডিকেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলুর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মোবাইলে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুহ:জিয়াউর রহমান।
প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগ সহ সম্পাদক মোঃ কামরুল হাসান লিংকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান রজব, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম হোসেন নীখিল, ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু,উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি মোসা: সুরাইয়া ডলি, সাধারণ সম্পাদক মোসা: সাহাজাদী বিশ্বাস, সহ-সভাপতি মোঃ ইয়ারুল(মেম্বার), যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম আবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীবসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
Leave a Reply