নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর :
প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী অনুমোদন করায় আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ঘোষণা দিলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস । তিনি বুধবার বিকেলে রহনপুর কলনী মোড়েস্থ গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বক্তৃতাকালে তিনি এ ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, নাচোল আওয়ামীলীগ সদস্য আবু রেজা মোস্তফা কামাল শামীম, বড়গাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, চৌডালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরফান আলী চুটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, ফতেপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক খায়রুল হক। রহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনূর রশিদ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রি মিলিয়ারা বেগম। পার্বতীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরান আলী সরর্দার প্রমূখ। সভা শেষে গোলাম মোস্তফা বিশ্বাস আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ঘোষণা দেন এবং আগামীকাল বৃহস্পতিবার বেলা তিনটায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মনোনয়নপত্র জমা দিবেন উল্লেখ করেন। এরপর এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
Leave a Reply