নিজস্ব প্রতিবেদক ঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর -ভোলাহাট) থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকাল ৪:০০ টায় জেলা প্রশাসনের কার্যালয়ে এ কে এম গালিভ খান ও জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ কংগ্রেস সভাপতি ইমদাদুল হক বাদশা, কেন্দ্রীয় কমিটির সহ শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, গোমস্তাপুর উপজেলা সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন ও সদস্য সাকির হোসেন জামিল হোসেন, বাংলাদেশ কংগ্রেস সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা । এর আগে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে জেলা চত্বরে হাজির হয়ে জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ ই ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ই ডিসেম্বর ।
বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন- সুস্থ ও অবাধ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আমি আশাবাদী।
Leave a Reply