বরেন্দ্র নিউজ স্পোর্টস ডেস্ক:
এবারের বিপিএলে যার খেলার কথা ছিল না সেই শোয়েব মালিকই নেতৃত্ব দেবেন রাজশাহী রয়্যালসকে।
গত রোববার বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরুর ঠিক আগে হঠাৎ ঘোষণা আসে, বিদেশি খেলোয়াড়ের কোটায় থাকা একজন সরে গেছেন। তিনি পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।
কিন্তু ড্রাফটের দু’দিন পর জানা গেল, মালিকও থাকছেন আসন্ন বিপিএলে। খেলবেন রাজশাহী রয়্যালসে।
পাকিস্তানি অলরাউন্ডারকে নেয়ার বিষয়টি নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে নিশ্চিত করেছে রাজশাহী।
রাজশাহী রয়্যালসের ফেসবুকে খেলা হয়েছে, ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার! টি-টোয়েন্টিতে ৩৭.২২ গড়ে ৯১২০ রান। সঙ্গে ৫৪টি হাফ সেঞ্চুরি ও ১২৫ স্ট্রাইকরেট, দুর্দান্ত। বল হাতে আবার ১৪২ টি ২০ উইকেট। শোয়েব মালিকের নামটি মনে রাখুন! এবারের বিপিএলে তিনিই আমাদের অধিনায়ক থাকবেন।
নিয়ম অনুযায়ী, প্রতিটি দল ড্রাফটের বাইরে থেকে দু’জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে। সেই সুযোগটাই নিয়েছে রাজশাহী।
প্রসঙ্গত, বিপিএল গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন শোয়েব মালিক।
Leave a Reply