নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার সোনার মোড়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৫২টি খেলাসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকের বালিশ খেলা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণ মাঠে ইবরাহিম খলিল নয়নের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক এনামুল হক তুফানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, অত্র স্কুলের প্রশাসনিক কর্মকরতা মো. মামুন-অর রশিদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, পড়ালেখার পাশাপাশি যদি খেলাধুলাও করা হয় তাহলে বাচ্চাদের পড়ালেখার মন মানসিকতা থাকবে, শিশুরা যেহেতু আগামি দিনের ভবিষ্যৎ তাদেরকে শিক্ষনীয় খেলার মাধ্যমে যুগোপযোগী গড়ে তোলার লক্ষকে সামনে রেখে কাজ করছে এ স্কুলের প্রতিটি শিক্ষকবৃন্দ।-কপোত নবী
Leave a Reply