নিজস্ব প্রতিবেদক : ২৮/০৪/২০২৪ খ্রিঃ রূপালী ব্যাংক পিএলসি, ভোলাহাট শাখা, চাঁপাইনবাবগঞ্জ সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন পরিসরে সকল আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের দৃঢ় অঙ্গীকার নিয়ে নতুন ভবনে উদ্বোধন হলো।
আড়ম্বরপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্থাপুর, নাচোল) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুঃ জিয়াউর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রাব্বুল হোসেন, রূপালী ব্যাংক পিএলসি এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক জনাব ফাইজা আখতার, ভবন মালিক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আকবর হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মোঃ রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাবিদ, শিল্পপতি, ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার প্রায় ৬০০-৭০০ জন জনসাধারণ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি এর রাজশাহী জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ নিজাম উদ্দিন।
Leave a Reply