নিজস্ব প্রতিবেদক : আসন্ন ৮মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চিংড়ি মাছ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন সাবেক সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি ২০১৪ সালে বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচত হয়ে সফল ভাবে ৫বছর জনতার কাতারে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নে কাজ করেছেন। সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে জীবনের পথ চলা। তাঁর আচরণে বেশ খুশি এলাকাবাসী।
আবারও জন সেবার জন্য ২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়াইয়ে নেমেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেক ভোটার জানান, আনোয়ারুল ইসলামের চিংড়ি মাছ প্রতীকে ভোট প্রদানের আগ্রহের কথা বলছেন। আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান হতে পারে বলে মন্তব্য করতে দেখা গেছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম জানান, সুষ্ঠ নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলে চিংড়ি মাছ প্রতীকে ভোটারেরা ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। তিনি চিংড়ি মাছ প্রতীকে সকল ভোটারের কাছে ভোট প্রার্থনা করেছেন।
Leave a Reply