প্রতিবেদক: মোঃ মাসুদ রানা পাইলট
দেশের চলমান পরিস্থিতিতে শান্তি-শৃংখলা বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের সঙ্গে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি। একই সাথে আপনাদের সকল সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। শিবগঞ্জ থানা পুলিশকে মাঠে কাজ করার জন্য ও উপজেলার সকল পাড়া মহল্লা-এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালন করার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতি আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায়ভার দল নেবে না। কেউ সন্ত্রাসী কর্মকান্ড করলে তা কঠোর হাতে দমন করার আহবানও জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদ বিশ্বাস, ইমাম শাহাদাত হোসেন, সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোখলেসুর রহমান, যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস, আলম মার্চেন্ট, সারওয়ার জাহান সুজন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম।
Leave a Reply