হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক ঐক্য তৈরি এবং কাজে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন” নামে এক সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে । শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক মো: মামুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় । সভায় সাংবাদিক হাবিবুল বারি হাবিবের প্রস্তাবিত “শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন” নামটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে সাংবাদিক আহসান হাবিবকে আহ্বায়ক এবং সাংবাদিক হারুন অর রশিদ ও সাংবাদিক মো: মামুন উর রশিদকে যুগ্ন আহ্বায়ক এবং সাংবাদিক মোমিনুল ইসলাম বাবু, সাংবাদিক হাবিবুল বারি হাবিব, সাংবাদিক শরিফুল ইসলাম শিমুল এবং সাংবাদিক ফরহাদ হোসেনকে সদস্য করে আগামী ৬ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয় । সংগঠনটির আহ্বায়ক সাংবাদিক আহসান হাবিব বলেন, শিবগঞ্জে সাংবাদিকদের মধ্যে ঐক্য তৈরি করে কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ । এটি কোন প্রেসক্লাব নয়, বরং সকল প্রেসক্লাবের সদস্যের সমন্বয়েই এটি একটি আলাদা অ্যাসোসিয়েশন । এসময় এই সংগঠনের সদস্যরা অন্যান্য প্রেসক্লাবে যেভাবে দায়িত্ব পালন করছেন বা রয়েছেন, সেভাবেই থাকবেন বলেও জানান তিনি ।
Leave a Reply