ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের ২৫ কাঠা জমির মিষ্টি কুমড়া গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গত শনিবার রাতে মেডিকেল মোড় মুসলিমনগর গ্রামের কৃষক মোঃ শামসুদ্দীনর জমিতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোঃ শামসুদ্দীন জানান, বাড়ীর পিছনে ২৫ কাঠা জমিতে এক মাস পূর্বে মিষ্টি কুমড়ার বীজ লাগায়। বর্তমানে গাজ বড় বড় হলে ১২ অক্টোবর দিবাগত রাতে কে বা কারা সব গাছ কেটে ফেলে। তিনি বলেন, মিষ্টি কুমড়া প্রায় ৭০/৮০ মণ উৎপাদন হতো যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী বলেন, আমি বিষয়টি শুনে ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করেছি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাঁর জন্য সার্বিক সহযোগীতা থাকবে।
Leave a Reply