নিজস্ব প্রতিবেদক, অলিউল হক ডলারঃ
চাঁপাইনবাগঞ্জের নাচোলে ৭বছরের শিশুকন্যা ধর্ষনের চেষ্টার অফিযোগে এক বৃদ্ধকে আটক করেছে নাচোল থানা পুলিশ। বৃদ্ধের নাম আব্দুল মান্নান(৬০)। অভিযুক্ত বৃদ্ধ নাচোল উপজেলার জংলা দৌগাছি গ্রামের মৃত শহীদ আলীর ছেলে। নাচোল থানার চৌকস অফিসার ইনচার্জ (তদন্ত) খন্দর ফরিদ আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ টীম অভিযুক্তকে আটক করতে সক্ষম হন। নাচোল থানার ওসি তদন্ত খন্দকার ফরিদ আহম্মেদ জানান, গত ১৪অক্টোবর বিকেলে জংলাদৌগাছি গ্রামে আব্দুল মান্নান পাশের বাড়ির ৭বছরের শিশুকন্যাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করলে শিশুটির চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়। শিশুটির সুস্থতার পড়ে এবিষয়ে ১৬ অক্টোবর বুধবার শিশুরটির মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে নাচোল থানায় মামলা দায়ের করলে নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খন্দকার ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামালা দায়েরের ২ঘন্টার মধ্যে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে জেল হাজতে প্রেরন করেন। অভিযুক্ত আঃ মান্নান পেশায় একজন কবিরাজ। এই পেশার আড়ালে তিনি অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ।
Leave a Reply