নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম, ঐতিহ্য, গৌরব এবং সাফল্যের ৪৬ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ৩ নভেম্বর উদযাপনের জন্য ভোলাহাট উপজেলা যুবদলের উদ্দ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার ২৮ অক্টোবর বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা যুবদলের আহবায়ক বেলাল উদ্দিনের সভাপতিত্বে এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাহতাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
বক্তব্য রাখেন,জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুনসুর আলী ও যুগ্ন আহবায় মানিক মিয়া, ভোলাহাট উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সামাদ, চার ইউনিয়নের আহবায়কসহ অন্যরা।
এসময় উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply