ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজ মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও পরে র্যালি বাহির হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়।
ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ অধ্যাপক আনোয়ারুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব মোঃ মুনসুর আলী,রহনপুর পৌর বিএনপি নেতা,উপজেলা বিএনপির মহিলা নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ রেখা,দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাজেম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান মানিক,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহসিন আরাফাত সানিসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চেতনায় জাতীয়তাবাদ বিপ্লবই মুক্তি। বক্তারা বলেন, এই দিনে সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করেছিলেন। আজকের এই দিনে জিয়া তোমার মনে পড়ে। খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বিপথগামী সেনা সদস্যরা দিক-বিদিক ঘুরে বেড়াচ্ছিলেন। এই সময় জিয়াউর রহমানকে গ্রেফতার করেছিল। জিয়াউর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে কালো অধ্যায়ের সৃষ্টি হয়। বক্তারা আরও বলেন, ফ্যাসিস সরকারের পনেরো বছরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নির্যাতিত নিপীড়িত হয়েছেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে অন্ধকার কারাগারে আবদ্ধ করে রেখেছিলেন।
Leave a Reply