নিজস্ব প্রতিবেদক: দারিদ্র্য, অশিক্ষা, ব্যাধি এবং সামাজিক অবিচার দ‚রীভ‚ত করে দরিদ্র মানুষ এবং জনগোষ্ঠীর ক্ষমতায়নের পথকে প্রশস্থ করা। সংগঠনের বিভিন্ন উদ্যোগের বিস্তার ঘটিয়ে অর্থনৈতিক ও সামাজিক কর্মস‚চির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা এবং সমাজের সকল নারী ও পুরুষকে তাদের সম্ভাবনা ও সামর্থ্য বিকাশে সক্ষম করে তোলা।
এই লক্ষকে সামনে রেখে (ইউপিজি) ব্রাক ভোলাহাটে ৪২০ জন হত দরিদ্রের মাঝে গরু বিতরণের উদ্দোগ নিয়েছে এই সংস্থাটি। যার অংশ হিসেবে আজ ১ জুলাই সোমবার সকাল ১০ টার দিকে ভোলাহাটের ৫ জন হত দরিদ্রের মাঝে গরু বিতরণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশের এই সংস্থাটি উন্নয়নক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানস‚ত্র আবিষ্কার করে বাংলাদেশসহ বিশ্বের অপর দশটি দেশে কর্মস‚চি বাস্থয়িত করছে এবং দরিদ্র মানুষের সম্ভাবনার বিকাশে নেতৃত্ব প্রদান করছে। ১৯৭২ সালে বাংলাদেশের প্রত্যন- গ্রামাঞ্চলে স্বল্পপরিসরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে কার্যক্রমের স‚চনা ঘটালেও, ব্র্যাক বর্তমানে বিশ্বের বৃহত একটি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।
ইউজিপি প্রকল্প ম্যানেজার আব্দুল বাসির জানায়, উপজেলার ৩টি ইউনিয়নে মোট ৪২০ জন হত -দরিদ্র মানুষের মাঝে গরু বিতরন করা হবে। এ গরু বিতরনের মাধ্যমে ভোলাহাটের হত-দরিদ্র মানুষদের জীবন যাত্রার মানউন্নয়ন ও আত্বকর্মসংস্থান এর ব্যাবস্থা করে বেকারত্বের হার কমিয়ে আনা আমাদের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, ভোলাহাট ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল কাশেম ও সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ অন্যান্যরা।
Leave a Reply