নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় কিশোর কিশোরী ক্লাব এর উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে পৌর এলাকার কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্লাবের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহিদা আখতারের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. খালেদা আখতার কাকলী, শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার কাওনাইন।-কপোত নবী।
Leave a Reply