নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষাবিদ, সমাজসেবী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মার্জিনা হক স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার পৌর এলাকার কল্যাণী মহিলা সংসদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা গার্ল গাইডস এসোসিয়েশন, জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও কল্যাণী মহিলা সংসদ। অনুষ্ঠানে অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা কবিতা চন্দ, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আহমেদ, জেলা প্রশাসনের এনডিসি খাদিজা বেগম, মরহুমার ছোট বোন ফাউজিয়া আলম। আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সনাকের সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপী,জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের সম্পাদিকা গৌরী চন্দ সীতুসহ বিভিন্ন নারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। অনুষ্ঠানে বক্তরা মরহুমার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তাঁর আত্মার মাগফিরাত কামণা করে দোয়া করা হয়। উল্লেখ্য, গত ২২ নভেম্বর ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিজ বাসভবনে ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন মার্জিনা হক। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন অঙ্গণের প্রিয় মুখ মার্জিনা হক। তিনি দীর্ঘদিন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।-কপোত নবী।
Leave a Reply