নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার ধাইনগরে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জাবড়ী কাজিপাড়া জাগরণী সংঘকে ৩-২ গোলে পরাজিত করে চ্যম্পিয়ন হয়েছে দীননাথপুর সমাজ সাহায্য সংঘ। শুক্রবার বিকেলে জাবড়ী কাজিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাগরণী সংঘের ব্যবস্থাপনায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ক ম তাবারিয়া চৌধুরী। সাবেক ইউপি সদস্য মোঃ জিল্লার রহমানের সভাপতিত্ব ও টুর্নামেন্টের আহ্বায়ক মো. কাজেম আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সদস্য আব্দুর রহিম বাবু, ইউপি সদস্য কামাল উদ্দিন শুকুর,গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাউসারুউজ্জামান,দেলবাড়ী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সৈয়বুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ও মো. আব্দুল মান্নান প্রমুখ।-কপোত নবী।
Leave a Reply