নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক শক্তি নির্মূল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়ে। ৩০ নভেম্বর শনিবার সকালে পৌর এলাকার সোনার মোড়ে জেলা পরিষদ সদস্য আবদুল হাকিমের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক শক্তি নির্মূল কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক আনোয়ার, নাজমুল ইসলাম মানিক, শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সহ সম্পাদক আবির আহমেদ রজব। বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনমত গঠনে ভূমিকা রাখতে অনুরোধ করেন। উল্লেখ্য গত ১০ নভেম্বর এস এম সুমন কে সভাপতি ও কামাল হোসেন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক শক্তি নির্মূল কমিটি গঠন করা হয়।-কপোত নবী।
Leave a Reply