ঢাকা উত্তর ও দক্ষিণ আ’লীগের সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রীর – ছবি : সংগ্রহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
সম্মেলনে সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ সিটি আ’লীগের সভাপতি হাজী আবুল হাসনাত।
অনুষ্ঠানে আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি আ’লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান এবং ঢাকা দক্ষিণ সিটি আ’লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।
অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
সূত্র : ইউএনবি
Leave a Reply