নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের র্যাগ ডে উৎযাপন হয়েছে। সোমবার সকালে কলেজের এন.এম. খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত র্যাগ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রামীণ ট্র্যাভেলস্ এর চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা আলহাজ্ব মো. মোখলেসুর রহমান। নবাবগঞ্জ সরকারি কলেজ এইচ.এস.সি. ব্যাচ- ২০২০ এর আয়োজনে ও গ্রামীণ ট্র্যাভেলস্ এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ হোসেন গালিব, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ পারভেজ শাহীন। র্যাগ ডে’র অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় নবাবগঞ্জ সরকারি কলেজ এইচ.এস.সি. ব্যাচ- ২০২০ এর শিক্ষার্থীরা।-কপোত নবী।
Leave a Reply