অবশেষে গুঞ্জনই সত্যি হল। ইতিহাস গড়ে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে নিয়েছেন মেসি। ব্যালন ডি’অর জিততে মেসি পেছনে ফেলেছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোকে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার ষষ্ঠবারের মতো জিতে নেন ফুটবল জাদুকর। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ। ব্যালন ডি’অর প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোনালদো। তবে রোনালদো না এলেও ক্লাব সতীর্থ মাতাইস ডি লিট উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
বরাবরের মতো এবারের মৌসুমটাও দারুণ কেটেছে মেসির। বার্সেলোনাকে লা লিগা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে করেন সর্বোচ্চ ১২টি গোল।
উল্লেখ্য, রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন চারবার (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬)। আর মেসি জিতেছেন এই দশকের বাকি বছরগুলোয় (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ২০১৯)।
Leave a Reply